টেকনাফে আটক বোটসহ মিয়ানমার ৯২ জেলেকে থানায় হস্তান্তর

সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌ-বাহিনীর হাতে আটক ১২টি ফিশিং বোটসহ ৯২জন মিয়ানমার জেলেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ৯ ডিসেম্বর দুপুরে আটক ৯২ জন মিয়ানমারের নাগরিকসহ ১২ ফিশিং বোট নিয়ে টেকনাফ কায়ুকখালী ঘাটে পৌছেন নৌ-বাহিনীর টহল দল।

এর আগে গত মঙ্গলবার দুপুর ২টায় সেন্ট মার্টিনের ৫৫নটিক্যাল মাইল দক্ষিন-পশ্চিমে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ সমুদ্র সীমানায় মাছ ধরার সময় ১২টি বোটসহ ৯২জনকে আটক করা হয়।

এ সময় নৌ-বাহিনীর বানৌজা ধলেশ্বরী জাহাজের উপ-অধিনায়ক কমান্ডার মো. সাজ্জাদ হোসাইন ঘাটে পৌছে সংবাদিকদের জানান, বাংলাদেশ সমুদ্র সীমানায় থেকে আটক ১২টি ফিশিং বলে নৌবাহিনী জানায়। বোটে ৯২জন জেলে ছিল।

আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের নাগরিক। তাঁরা সে দেশের সমুদ্র সীমানা অতিক্রম করে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার সময় ধাওয়া করে ফিশিং বোটসহ তাদের আটক করা হয়।

আটক ৯২ জনকে থানায় হস্তান্তর করে বোট, জাল ও মাছ ধরার সরঞ্জাম টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হয় বলে নৌবাহিনী জানায়।

পুলিশ এদেরকে সংশ্লিষ্ট ধারায় মামলা রজ্জু করে কোটে প্রেরণ করেছে বলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান খোন্দকার জানায়।



মন্তব্য চালু নেই