টুর্নামেন্ট সেরা স্টার্ক, ফাইনাল-সেরা ফকনার

পুরো টুর্নামেন্টেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন স্টার্ক ও ফাইনাল সেরা হয়েছে জেমস ফকনার।

টুর্নামেন্ট সেরা স্টার্ক

পুরো টুর্নামেন্টেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ফাইনালে এসেও তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। পুরস্কারটাও পেয়ে গেলেন অসি পেসার মিচেল স্টার্ক। হলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

ফাইনাল-সেরা ফকনার
ফকনারবিশ্বকাপ নতুন নতুন তারকার জন্ম দেয়। যেমন এবারের বিশ্বকাপে বেশ কয়েকজন খেলোয়াড় দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে নজর কেড়েছেন। জেমস ফকনার তেমনই এক খেলোয়াড়। ফাইনালে দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন এই অসি অলরাউন্ডার।

৩৬ রানে ৩ উইকেট নিয়েছেন ফকনার। ৩০ রানে ৩ উইকেট লাভ করা মিচেল জনসনও হতে পারতেন ম্যাচ সেরা খেলোয়াড়। তবে পরিস্থিতি বিবেচনায় নির্বাচকরা ফকনারকেই বেছে নেন। কেকনা, এক ওভারের মধ্যে রস টেলর ও কোরি অ্যান্ডারসনকে সাজঘরে ফিরিয়ে দিয়ে কিউই ব্যটিংয়ের কোমর ভেঙে দেন তিনি। এছাড়া পথের কাঁটা হয়ে থাকা গ্রান্ট ইলিয়টকেও সাজঘরের পথ দেখান এই অসি অলরাউন্ডার।



মন্তব্য চালু নেই