টুইটারে বাড়ছে যৌন হেনস্তা

সম্প্রতি টুইটার ব্যবহারকারীরা যৌন হেনস্তার শিকার হচ্ছেন। বিশেষকরে নারী টুইটার ব্যবহারকারীরাই বেশি ভুক্তভোগী। এমনই তথ্য জানিয়েছে উইমেন ফেমিনিস্ট অ্যাকটিভিস্ট গ্রুপের অ্যাকশন অ্যান্ড মিডিয়া(ডব্লিউএএম)।

গবেষণাকারী দল জানিয়েছেন অনলাইনে চারভাগের একভাগ পুরুষ এবং মহিলা শারীরিকভাবে যৌন হেনস্তার শিকার হয়েছেন।

গবেষণাকারী প্রতিষ্ঠানটি যৌন হেনস্তা হওয়ার প্রমাণও পেয়েছেন। তারা ইতোমধ্যে ৮১১ ‍টি অভিযোগের সত্যতা পেয়েছেন।

টুইটার ব্যবহারকারীদের পোস্টে হেট স্পিচ, লাইক রেসিস্ট, সেক্সসিস্ট এবং হোমোফোবিক এই ধরণের কমেন্ট জুড়ে দিয়ে অন্যদের বিরক্ত করা হচ্ছে। কখনো কখনো মাত্রাটা আরও বেশি প্রকট আকার ধারণ করে যখন কাউকে ব্যক্তিগতভাবে আক্রমন করা হয়।

যদিও টুইটার এসব টুইট করার উপর উপর সতর্কবাণী প্রচার করেছে। তারা বলছে এ ধরণের কমেন্ট কিংবা টুইট টাইটারে করা যাবে না। কিন্তু তারপর হেনস্তার শিকার মানুষের সংখ্যা বাড়ছেই। টুইটার থেকে বিরক্তিকর অ্যাকাউন্টধারীদের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হলে তারা পুনরায় নুতন অ্যাকাউন্ট খুলছে।

এই সমস্যার সমাধানের জন্য অপট ফিল্টার ব্যবহারের পরামর্শ দিয়েছেন গবেষণাকারী দল।



মন্তব্য চালু নেই