টি-২০ বিশ্বকাপ: নয়া দিল্লি যাচ্ছে বাংলাদেশ বধির ক্রিকেট দল

ভারতের রাজধানী নয়া দিল্লিতে বধির টি-২০ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে বাংলাদেশ বধির ক্রিকেট দল।
মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সভাপতি ফিরোজ আহমেদ এ কথা জানান।

ফিরোজ আহমেদ জানান, আগামী ২১ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত নয়া দিল্লিতে বধির টি-২০ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশ এই খেলায় অংশগ্রহণ করবে।

তিনি বলেন, ‘ইতোমধ্যে বাংলাদেশ বধির ক্রিকেট দলের ১৩ জন খেলোয়াড়ের নাম চূড়ান্ত করা হয়েছে। তবে আমরা ২০ সদস্যর একটি দল ভারতে যাচ্ছি। এর মধ্যে দলের কোচ, ম্যানাজারসহ সরকারি দলের একজন প্রতিনিধি থাকবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক দীন মুহাম্মদ, বাংলাদেশ বধির ক্রিকেট দলের সাধারন সম্পাদক জাকির হোসেন খান প্রমুখ।

প্রসঙ্গত, এবার প্রথম ভারতের রাজধানী নয়া দিল্লিতে বধির টি-২০ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।



মন্তব্য চালু নেই