‘টি-টোয়েন্টির কারণে টেস্ট ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে’

সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটের চেয়ে সীমিত ওভারের ক্রিকেটকেই যেন বেশি গুরুত্ব দিচ্ছেন খেলোয়াড়রা। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটকে। অনেকে টি-টোয়েন্টি খেলার জন্য টেস্ট ক্রিকেটকে বিদায়ও জানিয়ে দিচ্ছেন। আর এমনটা চলতে থাকলে টেস্ট ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স।

টি-টোয়েন্টি ক্রিকেটের ভারসাম্য নষ্ট করছে বলেও মনে করেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার সোবার্স। তিনি বলেন, ‘আমি মনে করি টি-টোয়েন্টির কারণে টেস্ট ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে। ক্রিকেটাররা টি-টোয়েন্টি খেলার জন্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। অবশ্য এ জন্য তাদের দোষ দেওয়া যাবে না। টি-টোয়েন্টি না থাকলে অনেকেই আরো কিছুদিন টেস্ট খেলতেন।’

৭৮ বছর বয়সি সোবার্স আরো বলেন, ‘ক্রিকেটাররা টি-টোয়েন্টি আর টেস্টের মধ্যে কোনটি খেলবেন সেটি তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু টেস্টকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। টেস্ট ক্রিকেট বেশি গুরুত্বপূর্ণ। আমাকে যেকোনো একটি বেছে নিতে বললে আমি টেস্টই খেলতাম।’

অর্থনৈতিকভাবে লাভবান হতেই সবাই টি-টোয়েন্টির দিকে ঝুঁকছেন বলে মনে করেন সোবার্স, ‘সারা বছরই অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারতসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি টুর্নামেন্ট হচ্ছে। ফলে ক্রিকেটাররা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় খেলতে পারছেন। অর্থনৈতিক দিক থেকেও লাভবান হচ্ছেন তারা। তাই সবাই টি-টোয়েন্টি ফরম্যাটের দিকে ঝুঁকছেন।’

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।



মন্তব্য চালু নেই