টি-টোয়েন্টিতে নতুন মাইলফলকে তামিম

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার রানের রেকর্ড গড়লেন তামিম ইকবাল।

রোববার ভারতের ধর্মশালায় ওমানের বিপক্ষে ম্যাচে ব্যাটিং করতে নেমে হাজার রান পূর্ণ করেন তামিম।

হাজার রান পূর্ণ করতে ওমানের বিপক্ষে ১১ রানের প্রয়োজন ছিল তামিমের। ওমানের বাম হাতি স্পিনার অজয় লালচেতার করা ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে সুইপ করে বাউন্ডারি মেরে চার অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করেন তামিম। মাইলফলকে পৌঁছে ব্যাট চালিয়ে যাচ্ছেন তামিম।

এর মাধ্যমে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে হাজার রানের রেকর্ড গড়লেন ড্যাশিং ওপেনার তামিম। একই সঙ্গে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিকও তামিম ইকবাল।

৪২ টেস্টে ৩৯.৪৬ গড়ে তামিমের রান ৩ হাজার ১১৮। ওয়ানডেতে বাহাতি এ ওপেনারের ব্যাট থেকে এসেছ ১৫৩ ম্যাচে ৪ হাজার ৭১৩ রান। গড় রান ৩১.৬৩। টি-টোয়েন্টিতে ৪৯ ম্যাচে হাজার রান স্পর্শ করলেন দেশসেরা এ ওপেনার। ড্যাশিং এ ওপেনারের এখন টি-টোয়েন্টিতে গড় রান ২২.৪৭।



মন্তব্য চালু নেই