‘টিফিন বক্স আছে মালিক তো নেই’

ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ধ্বংস স্তুপের ভেতরে ইটপাথর ছাড়াও পরিধেয় কাপড়, স্যান্ডেল, আসবাবপত্র, কাগজের স্তুপসহ আরো কত কি পড়ে আছে! আর জল কাদায় অনেকটা মুখ থুবড়ে পড়ে আছে একটি টিফিন ক্যারিয়ার। ব্যাক প্যাকের ভেতর থেকে উঁকি দেয়া সেই টিফিন ক্যারিয়ারের দিকেই যেন অনেকের দৃষ্টি।

রোববার টঙ্গীর ট্যাম্পাকো কারখানা দেখতে গিয়ে অনেকেই আফসোস করে বলেন, ‘আহা!টিফিন বক্স আছে মালিক তো নেই’।

ওই টিফিন ক্যারিয়ারটাই বলে দিচ্ছিল জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্যটা কতটুকু। হয়তো মা, বোন কিংবা বউ পরম যত্মে সাধ্যমত খাবার দিয়েছিল সঙ্গে। কিন্তু তা আর খাবার সময হল কই?

প্রসঙ্গত, টঙ্গীর ট্যাম্পাকো অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং কারখানায় শনিবার সকালে ভয়াবহ বিস্ফোরণের পর আগুন লাগে। এই ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন। বিস্ফোরণে পাঁচতলা কারখানা ভবন ও পাশের দুটি তিনতলা ভবন ধসে পড়েছে। আরেকটি ছয়তলা ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণের সময় সেখানে ১৫০ জনের মতো কর্মরত ছিলেন। তাদের অধিকাংশরেই সন্ধান মিলেনি।



মন্তব্য চালু নেই