টিএসসিতে যৌন হয়রানীর প্রতিবাদে বেরোবিতে মৌন মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নববর্ষ পালন শেষে টিএসসিতে কয়েকজন মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ জানিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। আজ দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধনের মাধ্যমে এ প্রতিবাদ জানায় শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তুহিন ওয়াদুদ,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক তাবিউর রহমান সহ অন্যান্য বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

এ সময় কয়েকশত শিক্ষার্থী স্বতস্ফূর্তভাবে এ কর্মসূচীতে অংশগ্রহণ করে। মানবন্ধনে প্রতিবাদ স্বরুপ হাতে লিখিত কাগজে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে বিভিন্ন প্রতিবাদমূলক লেখা প্রদর্শন করা হয়।

উল্লেখ্য যে,গত মঙ্গলবার বাংলা নববর্ষ ১৪২২ পালন শেষে কয়েকজন মেয়ে শাহবাগ থেকে টিএসসিতে আসার পথে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে যৌন হয়রানির শিকার হন। বিকেল সাড়ে পাঁচটায় এ ঘটনাটি ঘটে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে।
এর ধারাবাহিকতায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক মৌন মিছিল-প্রতিবাদ করেছে।



মন্তব্য চালু নেই