টার্গেট করুন সব জঙ্গি গোষ্ঠীকে, পাকিস্তানকে কড়া বার্তা কেরির, তালিবান প্রধানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা আমেরিকার

পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে যেদিন লস্কর-ই-তৈবা, তালিবান ও হক্কানি নেটওয়ার্কের মতো সব সন্ত্রাসবাদী গোষ্ঠীকে  নিশানা করতে হবে বলে ইসলামাবাদকে স্পষ্ট বার্তা দিলেন জন কেরি, সেদিনই পাক তালিবানের প্রধান মৌলানা ফজলুল্লাহকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দিয়ে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল ওয়াশিংটন।ওবামা প্রশাসনের এই পদক্ষেপের জেরে ফজলুল্লাহর সঙ্গে কোনওরকম লেনদেন, আদানপ্রদানে সামিল হতে পারবেন না মার্কিন নাগরিকরা।তা নিষিদ্ধ করা হল।আমেরিকায় বা আমেরিকার নাগরিকদের অধীনে ফজলুল্লাহর যাবতীয় সম্পত্তি, সম্পদ বাজেয়াপ্ত হয়ে গেল।

প্রসঙ্গত, পাক তালিবান গত ১৬ ডিসেম্বর পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে নৃশংস হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।তাদের হাতে  নিহত হয়েছে দেড়শোর বেশি মানুষ, যাদের বেশিরভাগই স্কুলের পড়ুয়া।সেই প্রেক্ষাপটেই কঠোর অবস্থান ঘোষণা ওয়াশিংটনের, যার ইঙ্গিত মিলেছে মার্কিন বিদেশসচিবের কথায়।পাকিস্তানে থাকাকালে তিনি কড়া সুরে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে বলেন, পাকিস্তানি ও আফগান তালিবান, হক্কানি গোষ্ঠী, লস্কর-ই-তৈবা ও অন্যান্য। জঙ্গি সংগঠনগুলি পাকিস্তান, তার প্রতিবেশীদের ও আমেরিকার কাছে এখনও বিপদ হয়ে রয়েছে।কিন্তু উপমহাদেশে শৃঙ্খলা, স্থিতিশীলতা কায়েম করতে হলে সব সন্ত্রাসবাদী গোষ্ঠীকে টার্গেট করতে হবে।কেরির কথায়, এই  সন্ত্রাসবাদীরা যাতে এদেশের ভূখণ্ডে বা অন্যত্রও পায়ের তলায় জমি না পায়, সেটা সুনিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।তারপরই পাকিস্তানের প্রতি তাঁর স্পষ্ট বার্তা, কোনও ভুল করবেন না এ ব্যাপারে।কাজটা কিন্তু কঠিন এবং এখনও করে ওঠা হয়নি!



মন্তব্য চালু নেই