টাঙ্গাইলে বৃষ্টিতে মাটি সরে ঢাকা-উত্তরবঙ্গ রেল বন্ধ

প্রবল বর্ষণে টাঙ্গাইলের পূর্ব কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী নামক স্থানে রেলপথের মাটি সরে যাওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শনিবার একটানা বৃষ্টি কারণে সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, গত দুইদিন ধরে একটানা বৃষ্টির কারণে ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেললাইনের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় প্রায় ৭ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়।

বিশেষ করে শনিবার একটানা বৃষ্টি কারণে সকাল সাড়ে ১১টার দিকে ওই স্থানে রেললাইনের এ অংশ দেবে যায়। এতে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় ইব্রাহিমাবাদ স্টেশনে ও টাঙ্গাইল ঘারিন্দা স্টেশনে চিত্রা এক্সপ্রেস আটকা পড়ে আছে।

সেই সঙ্গে এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেললাইন মেরামতের জন্য ঢাকা থেকে একটি দল রওনা দিয়েছে। বিকেল নাগাদ এ লাইনে রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই