টাঙ্গাইলে ইউএনও অফিস ভাঙচুর-আগুন, আহত ১০

টাঙ্গাইলের দেলদুয়ারে পুুরনায় ভোট গণনার দাবিতে উপজেলা পরিষদ কার্যালয়ে হামলা ও তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা।

সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।

দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন কবির বলেন, ‘৭ মে অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার আটিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম মল্লিক জয়লাভ করেন। সোমবার সকাল ১০টার দিকে আটিয়া ইউনিয়নের পরাজিত স্বতন্ত্র প্রার্থী মো. সাজ্জাদ হোসেন ও দেওলী ইউনিয়নের আওয়ামী লীগের পরাজিত প্রার্থী দেওয়ান তাহমিনা আমার বাসভবনে আসেন। এ সময় তাদের সমর্থকরা একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে আসেন। তারা পুনরায় ভোট গণনার দাবিতে উপজেলা অফিসে হামলা করে।’

এ ছাড়া উপজেলা কম্পাউন্ডে রাখা ৩টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও লাঠিপেটা করলে ১০ জনের মতো আহত হয়। আহত ব্যক্তিদের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।



মন্তব্য চালু নেই