টাইগার ‘হিরো’ মাশরাফি বললেন…

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ‘ফেবারিট’ বলায় সাকিব আল হাসানের সমালোচনা করেছিলেন মোহাম্মদ হাফিজ। মাঠে জবাব দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। ৩ ওয়ানডেতে বাংলাদেশের কাছে হারের সাক্ষী ছিলেন হাফিজ। তাই টি-টোয়েন্টি নিয়ে বোধ হয় কোনো মন্তব্য করতে সাহস পাননি পাকিস্তানের এই অলরাউন্ডার।

পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি কিন্তু হাফিজের পথে হাঁটলেন না। অতীত পরিসংখ্যান রপ্ত করে ঠিকই বাংলাদেশকে পরোক্ষভাবে হুমকি দিয়েছিলেন আফ্রিদি। জানিয়েছিলেন, অন্তত টি-টোয়েন্টিতে নাকি তাই তারাই ফেবারিট। মাঠের বাইরে আফ্রিদির প্রতিবাদ করেননি কোনো টাইগারই। বোধহয় মাঠেই জবাব দেওয়ার জন্য মুখিয়ে ছিলেন মাশরাফিরা। আফ্রিদিকে জবাবটা ঠিকই দিয়ে দিলেন তারা। ম্যাচটিতে ৭ উইকেটে জয় তুলে নিয়ে উচ্ছ্বসিত টাইগার দলপতি মাশরাফি।

তিনি বলেন, ‘আমার ক্রিকেটের জন্য দারুণ মুহূর্ত এটি। এই সময়টির জন্য ৬ থেকে ৭ মাস ধরে আমরা অপেক্ষা করেছি। কঠোর পরিশ্রম করেছি। আমি বিশ্বাস করি, ছেলেরা টেস্টেও ভালো খেলবে। আপাতত আমার ফিটনেস ঠিক আছে। খেলা চালিয়ে যেতে কোনো সমস্যা হচ্ছে না।’



মন্তব্য চালু নেই