টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে টসে জিতেছিলেন মাশরাফি বিন মর্তুজা। দ্বিতীয় ওয়ানডেতে এসে কয়েন নিক্ষেপে জয় হলো সফরকারী দক্ষিণ আফ্রিকা অধিনায়ক হাশিম আমলার। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে।

বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে। লেগ স্পিনার জুবায়ের হোসেনের জায়গায় দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন। অপরিবর্তিত রয়েছে দক্ষিণ আফ্রিকা দল।

এর আগে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে ৬টি উইকেট পেয়েছিলেন সফরকারী বোলার রাবাদা।

জুবায়েরের পরিবর্তে রুবেল
ম্যাচের আগেরদিনই মিলেছিল এমন ইঙ্গিত, দ্বিতীয় ম্যাচে পরিবর্তন আসছে। অবশেষে সেই পরিবর্তনই দেখা যাচ্ছে দ্বিতীয় ম্যাচে। স্পিনার জুবায়ের হোসেন লিখনের পরিবর্তে দলে নেওয়া হলো পেসার রুবেল হোসেনকে। যদিও শোনা গিয়েছিল লিটন দাসের পরিবর্তে আসতে পারেন এনামুল হক বিজয়। কিন্তু লিটনের ওপরই আস্থা রাখলো টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা দল: হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফ্যাফ ডু প্লেসিস, ডেভিড ওয়ার্নার, জেপি ডুমিনি, ফারহান বেহার্ডিয়েন, ক্রিস মরিস, কাইল অ্যাবট, কাগিসো রাবাদা, ইমরান তাহির।



মন্তব্য চালু নেই