টস জিতলে মাশরাফি ব্যাটিংই নিতেন !

বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ। তাঁর এ সিদ্ধান্তে নিশ্চিতভাবেই খুশি হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। কারণ টস জিতলে বাংলাদেশও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিত বলে জানিয়েছেন অধিনায়ক।

এশিয়া কাপের প্রথম দুই ম্যাচেই দেখা গেছে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে। মজার ব্যাপার হলো দুই ম্যাচেই হারের মুখ দেখেছে পরে ব্যাটিং করা দল। বাংলাদেশ হেরেছে ভারতের কাছে। আমিরাততে হারিয়েছে শ্রীলঙ্কা। আজ আরব আমিরাত-বাংলাদেশ ম্যাচেও এই ঘটনার পুনরাবৃত্তি হবে, এমনটাই আশা করছেন বাংলাদেশের সমর্থকেরা। টস হেরে যাওয়ার পর মাশরাফি বলেছেন, ‘আজ আমরাও আগে ব্যাটিং করতাম। আশা করছি ভালো একটা সংগ্রহ গড়তে পারব।’

ভারতের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে শুরুতেই কয়েকটি উইকেট হারানোর ফলে ম্যাচটা হাতছাড়া হয়েছিল বলে মন্তব্য করেছেন মাশরাফি। আজ আমিরাতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকেই ফেভারিট হিসেবে বিবেচনা করা হলেও মাশরাফি এ নিয়ে খুবই সতর্ক। তাঁর ভাষায়, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে বড় দল, ছোট দল বলে কিছু নেই।’



মন্তব্য চালু নেই