টকশোর ভিডিও ফুটেজ আদালতে জমা ৭১ টিভির

বিচারাধীন বিষয় নিয়ে প্রচারিত খবর ও টক শোর ভিডিও ফুটেজ আজ রবিবার বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভি আদালত জমা দিয়েছে।

বিষয়টি শুনানির জন্য আগামী মঙ্গলবারের কার্যতালিকায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ।

এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গত মঙ্গলবার স্বতঃপ্রণোদিত হয়ে ১৬ আগস্টের মধ্যে ওই ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড জমা দেওয়ার জন্য ৭১ টিভিকে নির্দেশ দিয়েছিলেন।

এর আগে আদালত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলামের মতামত নেন।

আজ সকালে আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে ৭১ টিভিতে প্রচারিত ওই ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড আদালতে জমা দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত মঙ্গলবার আদালতের আদেশের পর অ্যাটর্নি জেনারেলের দেওয়া তথ্য অনুযায়ী, দৈনিক জনকণ্ঠ-এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় রায়ের তারিখ ধার্য ছিল ১৩ আগস্ট। তার আগে ৭১ টেলিভিশন প্রধান বিচারপতির সঙ্গে অপর এক বিচারপতির কথোপকথনের কথিত রেকর্ড প্রচার করেছে। ওই রেকর্ড আদালতে বাজাতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করলে আদালত সম্পর্কে কুৎসা রটানো হয়। সেটি দেশবাসীকে শুনিয়ে ৭১ টিভি আদালত অবমাননা করেছে কি না, তা আদালত পরীক্ষা করবেন।



মন্তব্য চালু নেই