‘ঝুকিপূর্ণ’ পাকিস্তান সফরে শঙ্কিত সালমা

একের পর এক জঙ্গী হামলার মধ্যেও পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। যার ধারাবাহিকতায় পাকিস্তানে সিরিজ খেলতে দেশটিতে সফর করতে চলেছে জিম্বাবুয়ে। এরপরই বাংলাদেশ মহিলা দলের সফর করার কথা রয়েছে দেশটিতে। অন্তত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সেরকমই ইঙ্গিত দিয়েছেন।

এদিকে গত শুক্রবার লাহোরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী দলের পাকিস্তান সফরের কথা জানান পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান।

এমনকি পিসিবি প্রধানের কথাতে সায় দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তিনি বলেন, ‘আমাদের যাওয়ার ব্যাপারটা ক্লোজ করেই খেলতে এসেছিলো পাকিস্তান দল। জিম্বাবুয়ে পাকিস্তান সফরে যাচ্ছে ভাল কথা। তবে বাংলাদেশ যাচ্ছে না এটা নিশ্চিত। মেয়েদের টিম যেতে পারে। ওরাই চাচ্ছে খেলতে। ওদের হয়তো যাওয়ার সুযোগ দিবো।’

এদিকে দুই পক্ষের যখন এমন ‘বন্ধুত্বপূর্ণ’ দুইপক্ষ থেকে আসা যাওয়া করছে, তখন এ বিষয়ে জানতে চাওয়া হয় বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুনের সঙ্গে। প্রিয় ডট কমকে তিনি যদিও খুব বেশী আশার কথা শোনাতে পারেননি।

তিনি বলেন, ‘আমরা যে যাচ্ছি, তা এখনো অফিশিয়ালি আমাদেরকে জানানো হয়নি। আমরাও গণমাধ্যমের বরাতেই এটা জানতে পেরেছি।’

মোদ্দা কথা, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বেশ ভালোভাবেই অবগত রয়েছেন প্রমিলা অধিনায়ক। বললেন, ‘প্রায় প্রতিদিনই শুনতে পাচ্ছি, সেখানে(পাকিস্তান) একটার পর একটা ঝামেলা লেগেই আছে। এই মুহুর্তে আমাদের বিদেশ সফর দরকার আছে, কিন্তু তা বলে পাকিস্তানে যাওয়াটা ঝুঁকিপূর্ণ। কিন্তু বোর্ড যদি চায়, আমাদের জন্য ভালো মনে করে, সেক্ষেত্রে আমাদের যাওয়া লাগবেই।’

তবে সালমা মনে করছেন, দলের ক্ষতি হয় এমন কোন সিদ্ধান্তই হয়তো নেবে না বিসিবি।

সালমা বলেন, ‘আমাদের কোনটাতে ভালো হয় আর কোনটাতে খারাপ হয় সেটা বোর্ডই ভালো বুঝবেন। তবে এটুকু নিশ্চিত যে পাপন স্যার অবশ্যই আমাদেরকে বিপদের মুখে ঠেলে দেবেন না।’

বর্তমান সময়ে ফর্মে থাকলেও, আন্তর্জাতিক ট্যুরের অভাবে রয়েছে বাংলাদেশ নারী দল। ফলে ঘরোয়া ক্রিকেটই তাদের আপাতত ভরসা। আর ঠিক সেই সময়েই মেয়েদেরকে পাকিস্তান সফরে পাঠানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে।



মন্তব্য চালু নেই