ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাচনে বাবুল সভাপতি, টিপু সম্পাদক নির্বাচিত

উৎসব মুখর পরিবেশে মনিবার ঝিনাইদহ প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে যুগান্তর ও এনটিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান বাবুল সভাপতি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মাহমুদ হাসান টিপু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শনিবার বেলা ১১ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে একটানা তিনটা পর্যন্ত চলে। নির্বাচনে এগারটি পদের বিপরীতে একুশজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ৪১ জন ভোটারের মধ্যে সবাই তাদের ভোটাধিকার প্রয়েংাগ করেন। সভাপতি পদে মিজানুর রহমান বাবুল ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মাহমুদ হাসান টিপু ২২ ভোট পেয়ে নির্বাচিত হন।  এছাড়া সহ-সভাপতি ভোরের ডাকের অব্দুল হাই, সহ-সম্পাদক পদে আজকালের খবরের এম রবিউল ইসলাম রবি, ক্রিড়া ও সাহিত্য press clubসম্পাদক পদে একাত্তর টিভির রাজিব হাসান নির্বাচিত হয়েছেন। নির্বাহী পরিষদের ছয়টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন প্রথম আলোর আজাদ রহমান, মানবজমিনের আমিনুল ইসলাম লিটন, বাংলাভিশনের আসিফ ইকবাল মাখন, বিটিভির পিন্টু লাল দত্ত, গাজী টিভির ফয়সাল আহম্মেদ ও অর্থনীতি প্রতিদিনের কেএম সালেহ। ভোট গননা শেষে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনার হিসেবে ঝিনাইদহ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ তোবারক হোসেন, জেলা তথ্য অফিসার এস এম কবীর ও এড. সুভাষ বিশ্বাস মিলন দায়িত্ব পালন করেছেন।

কালীগঞ্জে পাঁচ লাখ টাকার ভেজাল গুড় ধ্বংস:
ঝিনাইদহের কালীগঞ্জের নিমতলা বাসস্ট্যান্ডে শনিবার বিাকলে ভেজাল গুড়ের চারটি কারখানায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচ লাখ টাকার গুড় ধ্বংস করেছে। এ সময় নকল গুড় তৈরির করার দায়ে রবিউল ইসলাম ও মিঠু হোসেন নামের দুই জনকে আটক করেছে। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ kaligong picউপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা জানান, এ পর্যন্ত চারটি নকল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে ভেঙ্গে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, অভিযানের সময় ১১৪ বস্তা চিনি, ৭০ মণ গুড়, ২৫ মণ চিটে গুড়, সোডিয়াম সাইক্লোমেট ও বিভিন্ন রং ও  গুড় তৈরির উপকরণ জব্দ করা হয়। তিনি জানান, অভিযান এখনো চলছে। শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।



মন্তব্য চালু নেই