ঝিনাইদহে ৮ হাত-পা বিশিষ্ট শিশুর জন্ম

ঝিনাইদহের শৈলকুপায় আট হাত-পা নিয়ে একটি ছেলে সন্তানের জন্ম হয়েছে। শুক্রবার রাতে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির জন্ম হয়।

শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিজুলিয়া গ্রামের সুধির সরকারের মেয়ে নিপা সরকারের গর্ভে জন্ম নিয়েছে শিশুটি। শুক্রবার রাত ১২টার দিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার অপারেশনের মাধ্যমে এই সন্তানটি ভূমিষ্ঠ হয়।

শিশুটির মা নিপা সরকারের শ্বশুরবাড়ি মুন্সিগঞ্জ জেলায়। ভূমিষ্ঠ হওয়া শিশুটির শরীরে সঙ্গে যুক্ত হয়ে আছে আরেকটি শরীর। কিন্তু হঠাৎ করে দেখে মনে হচ্ছে শিশুটির চারটি পা ও চারটি হাত।

এদিকে আট হাত-পা নিয়ে ছেলে সন্তানের জন্মের খবর পেয়ে শিশুটিকে দেখতে রাত থেকেই হাসপাতালে শুরু হয় উৎসুক জনতার ভিড়। পরে শিশুটির উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. ইমদাদুল হক জানান, শিশুটির চিকিৎসা ঝিনাইদহে করা সম্ভব নয়। তাই তার উন্নত চিকিৎসার জন্য শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।



মন্তব্য চালু নেই