ঝিনাইদহে বন্দুকযুদ্ধে দুইজন নিহত

ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ। এসময় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার তেতুলবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে তেতুলবাড়ীয়া এলাকায় একদল দুর্বৃত্ত নাশকতা সৃষ্টির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর থানার টহল পুলিশ তেতুলবাড়ীয়া রাস্তা দিয়ে টহল দিচ্ছিল।

সেসময় তেতুলবাড়ীয়া গ্রামের উত্তর মাঠের মধ্যে পৌঁছালে দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে উভয় পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট গুলি বিনিময় হয়। এতে পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রবীর, সদস্য রাব্বি ও তরিকুল আহত হন। এর এক পর্যায়ে দুবৃর্ত্তরা পালিয়ে যায়।

পরে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে ২ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এসময় ঘটনাস্থল থেকে দেশীয় ১টি সুটার গান, ২ রাউন্ড গুলি, ৬ টি হাসুয়া ও ৫ টি বোমা উদ্ধার করে পুলিশ।

আহত পুলিশ সদস্যদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



মন্তব্য চালু নেই