সাতক্ষীরার কিছু খবর :

ঝাউডাঙ্গা সীমান্ত ফাঁড়ি ৬৪ হাজার ৫শ টাকার রসুন আটক

ঝাউডাঙ্গা সীমান্ত ফাঁড়ির বিজিবি জোয়ানেরা এক অভিযান চালিয়ে ৬৪ হাজার ৫শত টাকার রসুন আটক করেছে। বিজিবি সূত্রে জানা যায়, সাতক্ষীরা ঝাউডাঙ্গা সীমান্ত ফাঁড়ির বিজিবি জোয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এক দল চোরাকারবারী দেশীয় রসুন ভারতে পাচারের উদ্দেশ্যে সদর উপজেলা কাওনডাঙ্গা মাঠে একটি মেহগনি বাগানে প্রচুর রসুন আমদানী করে রাখে।

গত শুক্রবার রাত ২টার সময় নায়েব সুবেদার কবির আহমেদ এর নেতৃত্বে একটি টহল দল মেহগনি বাগানে অভিযান চালিয়ে ৬৪ হাজার ৫শত টাকার দেশীয় রসুন উদ্ধার করে। এসময় কোন চোরাকারবারীকে সেখানে দেখা যায়নি। আটককৃত রসুন সাতক্ষীরা বিজিবি হেডকোয়াটারে পাঠানো হয়েছে।

 

ঝাউডাঙ্গা বলফিল্ট মাঠে আন্ত: বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বলফিল্ট মাঠে গতকাল সকাল ১০টার সময় জাতীয় আন্ত: বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা শিক্ষা অফিসের সহযোগীতায় ও ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের তত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝাউডাঙ্গা সরকারী0011 প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিথী সান্ন্যালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউপি সদস্য মফিজুল ইসলাম, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা জাগ্রীতি বিশ্বাস, দিপুর রানী ঘোষ, সাংবাদিক আবুল হোসেন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

অনুষ্ঠানে ঝাউডাঙ্গা ইউনিয়নের ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে সুন্দর সুন্দর ক্রিড়া নৈপন্য করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গোবিন্দকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম রেজা।



মন্তব্য চালু নেই