জয় দিয়েই বছর শেষ করলো চেলসি-ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় দিয়ে বছর শেষ করলো চেলসি-ম্যানইউ। শনিবার ঘরের মাঠে স্টোক সিটিকে ৪-২ গোলে হারিয়েছে চেলসি। আর মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে হারিয়েছে মিডলসবরোকে।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে জমজমাট লড়াইয়ের ম্যাচের ৩৪ মিনিটে ফাব্রেগাসের কর্নারে গ্যারি ক্যাহিলের হেডে প্রথমে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ডাচ ডিফেন্ডার ব্রুনো মার্টিন্সের গোলে সমতায় ফেরে স্টোক। মাচের ৫৭ মিনিটে উইলিয়ানের গোলে ফের এগিয়ে যায় চেলসি।

তবে এবারও এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি চেলসির। ম্যাচের ৬৪ মিনিটে ক্রাউচের গোলে আবারও সমতায় ফেরে স্টোক সিটি। স্টোকের দ্বিতীয়বার সমতায় ফেরার স্বস্তি এক মিনিটেই কেড়ে নেন উইলিয়ান। ফাব্রেগাসের পাস পেয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। আর ম্যাচের ৮৫ মিনিটে দলের চতুর্থ গোল করেন কস্তা। টানা ১৩টি ম্যাচ জিতে শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ১৯ ম্যাচে ৪৯।

অপরদিকে ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ মিডফিল্ডার গ্র্যান্ট লিডবিটারের ৬৭তম মিনিটে করা গোলে হারের শঙ্কা পেয়ে বসেছিল ইউনাইটেডকে। তবে শেষ দিকে এক মিনিটের ব্যবধানে দুই গোল করে টানা পঞ্চম জয় তুলে নেয় স্বাগতিকরা। বর্তমানে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট হলো ৩৬।



মন্তব্য চালু নেই