জয়ের বিকল্প নেই বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উজবেকিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

অলৌকিক কিছু ঘটিয়ে উজবেকিস্তানকে হারাতে পারলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। আর ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হবে উজবেকিস্তান। এর আগে বেলা ৩টায় দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ও ভুটান একে অন্যের মুখোমুখি হবে।

এএফসির বয়সভিত্তিক এই প্রতিযোগিতার বাছাইপর্বে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে ছিল সাফের ৩ দল পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভুটান। তবে পাকিস্তান শেষ অব্দি নাম প্রত্যাহার করে নেওয়ায় টিটুর শিষ্যদের জন্য তুলনামূলক সহজ দুই প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা ও ভুটান। শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশের শুরুটা দারুণ হয়েছিল। কিন্তু ভুটানের বিপক্ষেই পাল্টে গেছে হিসাব।

এখন উজবেকিস্তানকে হারানো ছাড়া বাংলাদেশের চূড়ান্তপর্বে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ এই ম্যাচ ড্র করলেও বাংলাদেশের অর্জন হবে ৫ পয়েন্ট। যা দিয়ে সেরা রানার্সআপ হওয়া প্রায় অসম্ভবই।দ্য রিপোর্ট



মন্তব্য চালু নেই