জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৩০ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

জয়পুরহাটের সদর উপজেলার আমদই ইউনিয়নের মিটনা-পাটের পুকুর নামক স্থানে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হামলা, ভাঙচুর,অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় পুলিশ এবং ক্ষতিগ্রস্থ এক গ্রামবাসীর দায়েরকৃত দুটি পৃথক মামলায় আজ রোববার বিকালে জামায়াত-শিবিরের ৩০নেতাকর্মীর জামিনের আবেদন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে (জেল হাজতে) পাঠিয়েছে ।

পুলিশ জানায়, গত ১১/০৪/২০১৫ তারিখে সদর উপজেলার মিটনা-পাটের পুকুর গ্রামে এবটি দোকান সহ ৭টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর,লুটপাট ও অগ্নিসংযোগ করে জামায়াত-শিবির কর্মীরা।

এ ঘটনায় খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসামীদের গ্রেফতার করতে গেলে জামায়াত শিবির কর্মীরা পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করে। অপরদিকে ঐ এলাকার ক্ষতিগ্রস্থ জহুরুল ইসলাম নামের এক গ্রামবাসী ৬০ জনকে আসামী করে পৃথক মামলা দায়ের করেন।

এই দুটি মামলার আসামী ৩০জন জামায়াত-শিবির নেতাকর্মী আজ রোববার জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম মিয়ার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে আদালত তাদের জেল হাজতে প্রেরন করে।



মন্তব্য চালু নেই