জ্যামে পড়ে রাস্তাতেই বিয়ে!

পহেলা অক্টোবর। দুপুর একটা। চীনের জেশিয়াং প্রদেশের চিঝি শহর থেকে রওনা হয়েছেন কনে ইয়ান মেংঝিয়া। আজ তার জীবনের একটি বিশেষ দিন। তিনি যাবেন সেই ইয়ংকাং শহর।

সেখানকার এক হোটেলে তার জন্য অপেক্ষা করে আছেন বর এবং গণ্যমান্য অতিথিরা। কিন্তু জ্যাম ঠেলে তিনশ’ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিয়ের অনুষ্ঠানে গিয়ে হাজির হওয়া চাট্টিখানি কথা নয়। দুশ্চিন্তায় বারবার কপালে ভাঁজ পড়ছে সুন্দরী বধূর। ট্রাফিক জ্যামে আটকা পড়ে ঘামে নষ্ট হতে চলেছে তার বধূর সাজ। শেষে রাস্তার পরিস্থিতি জানতে এফএম-৯৩ ট্রাফিক রেডিওতে ফোন করলেন ইয়ান। কিন্তু যা শুনলেন তাতে তার কলিজা শুকিয়ে যাওয়ার দশা। কোনোভাবেই সন্ধ্যার মধ্যে বিয়ের আসরে পৌঁছানোর সম্ভাবনা নেই। কী আর করা। যোগাযোগ করলেন হবু স্বামীর সঙ্গে। তাদের বিয়ের অনুষ্ঠান সরাসরি প্রচার করার জন্য এই রেডিওকেই ভাড়া করেন তারা। এরপর গাড়িতে বসেই বিয়ের মন্ত্র পড়লেন রাস্তায় কঠিন জ্যামে আটকে পড়া ইয়ান। তবে রেডিওর কল্যাণে তাদের অভিনব এই বিয়ের কাহিনী ততক্ষণে চাউর হয়ে গেছে গোটা চীনে।



মন্তব্য চালু নেই