জোর করে এইচএসসি পরীক্ষার হলে প্রবেশ, ছাত্রলীগ সহ-সভাপতিকে কারাদণ্ড

এইচএসি পরীক্ষা চলাকালে জোর করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের চেষ্টা ও বাধা দিলে পুলিশের সাথে অশোভন আচরণ করার অভিযোগে এক ছাত্রলীগ নেতা কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত শাহীন আলী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

শনিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ মোস্তফা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাহীনকে ২০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

শাহেদ মোস্তফা সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার এইএসসি পরীক্ষা চলকালে দক্ষিণ সুরমা কলেজ পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টা করেন শাহীন আলী। এসময় পুলিশ তা্কে বাধা দিলে পুলিশকে শাসান শাহীন। নারী পুলিশ সদস্যের সাথে অশালীন আচরণও করেন। পরে পুলিশ তাকে আটক করে।

আটকের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাহীন আলীকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও বলেন, শাহীন ছাত্রলীগ করে বলে শুনেছি।



মন্তব্য চালু নেই