জেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না জাতীয় পার্টি

জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিকল্পধারার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম শহিদুর রহমানের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এরশাদ এ কথা জানান।

এ সময় এরশাদ নির্বাচন কমিশন গঠনের বিষয়েও কথা বলেন। জাতীয় সংসদে যেসব রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করছে, তাদের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে আইন তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আর যেসব রাজনৈতিক দল সংসদের বাইরে, তাদের নির্বাচন কমিশন গঠন নিয়ে কথা বলার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন এরশাদ। জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

গত শুক্রবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, নিবন্ধিত এবং বিভিন্ন সময় সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিকগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন গঠন এবং বাছাই কমিটি গঠন করতে হবে।



মন্তব্য চালু নেই