জেলহাজতেও দেহব্যবসা…!

ভারতের বেঙ্গালুরুর একটি কারাগাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি জানা যায় বেঙ্গালুরুর সেই কারাগারে জেল কর্তৃপক্ষ নারী বন্দিদের দিয়ে জোরপূর্বক দেহব্যবসা করা হয় বলে অভিযোগ উঠেছে।

বিতর্কের কেন্দ্রে পারাপানা অগ্রহরা সেন্ট্রাল প্রিসন। এ জন্য পুরুষ বন্দিদের থেকে জেল ওয়ার্ডেনরা তিন শ থেকে পাঁচ শ টাকা পর্যন্ত নিতেন বলেও অভিযোগ।

দুই মহিলা বন্দির চিঠিতে এ ঘটনা সামনে চলে এসেছে। জেলের অভিযোগ বাক্সে ওই চিঠিগুলি পোস্ট করেছিলেন মহিলা বন্দিরা। যা পৌঁছায় এক বিচারকের হাতে। তিনিই এরপর কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে তা পাঠিয়ে দেন।

জেল কর্তৃপক্ষের কথা না মানলে বাড়ির লোকের সঙ্গে দেখা করতে দেওয়া হতো না মহিলা বন্দিদের। চিঠিতে তোলা একাধিক বিস্ফোরক অভিযোগের এটিও একটি। প্যারোলে মুক্তির ক্ষেত্রেও সমস্যা তৈরি করা হবে, এমন হুমকি দেওয়া হতো। প্রবল সমালোচনার মুখে রাজ্যের শিশু ও নারীকল্যাণ দপ্তরকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার। ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট।



মন্তব্য চালু নেই