জেনে নিন, বৃষ্টিতে সুন্দর থাকার আয়োজন কি হওয়া উচিৎ

এখন বৃষ্টির সময় প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কিন্তু তাই বোলেতো আর কাজ কাম ফেলে ঘরে বসে থাকা যায় না, বের হয়ে ছুটতে হবে গন্তব্যে।

এর জন্য জামা-কাপড়, আয়োজন ও মেকআপ হতে হবে বৃষ্টির উপযুক্ত৷ অনেক সময়ই সেই ভেজা পোশাকেই থাকতে হয় সারাদিন।

তাতে ভাল জামা নষ্ট হওয়ার ভয় অনেকেই এই সময়টা ঝড়তি পড়তি পোশাক পরে কাটিয়ে দেন। তাতে বাড়ে অবসাদ।

বর্ষাকালে তাই আরামদায়ক পোশাক পরার সঙ্গে সবকিছুর প্রতিই নজর দেয়া উচিৎ। বৃষ্টিতে নিজেকে সুন্দর রাখবেন কিভাবে সেই সম্পর্কে কিছু তথ্য জেনে নিন৷ আর উপভোগ করুন বর্ষা৷

আসুন জেনে নেই বৃষ্টিতে সুন্দর থাকার আয়োজন কি হওয়া চাই –

১. চুলের যত্ন

চুলের যত্ন বরষায় বিশেষভাবে নেওয়া প্রয়োজন৷ এই সময় চুল শুষ্ক হয়ে যায়৷ চুল ওঠার প্রবনতাও বেড়ে যায়৷ প্রতি মাসে একবার করে চুল ট্রিম করিয়ে নিন৷

এতে চুল কম উঠবে৷ চুলে হট অয়েল ম্যাসেজ করুন৷ তাতে চুল রুক্ষ হবে না৷ চুলে প্রোটিন সরবরাহ হবে৷ আপনার চুলে বর্ষায় একটু উজ্জ্বল রঙ করতে পরেন৷ পুরো চুলে না করে এক একটা স্ট্রিপ হাইলাইট করে নিন৷ তাতে আপনাকে বেশ ফাংকি লাগবে৷

২. নখের যত্ন

বর্ষায় নখের যত্ন নেওয়া দরকার৷ বিশেষত পায়ের নখের যত্ন করুন৷ বর্ষায় পেডিকিওর মাস্ট৷ হাতের নখকে সুন্দর শেপ করে কাটুন৷ এরপরে সুন্দর উজ্জ্বল রঙের নেল পালিশ লাগিয়ে নিন৷ সুন্দর নেল আর্ট করুন৷

৩. মুখের মেক আপ

বর্ষায় সময় হল্কা মেক আপ করুন৷ বৃষ্টির সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘামও বেশি হয়৷ তাতে আপনার মেক আপ নষ্ট হয়ে যেতে পারে৷ মুখে অতি অবশ্যই ওয়াটার প্রুফ মেক আপ ব্যবহার করুন৷ ম্যাট ফিনিশের মেক আপ বর্ষায় ভালো লাগে৷

৪.বর্ষার পোশাক

বৃষ্টির সময় চ্রাডিসনাল সাজ প্রয়োজন না থাকলে এড়িয়ে চলাই ভালো৷ আপনার ওয়েস্টার্ন কালেকশনকে ব্যবহার করুন এই সময়৷ ন্যারো প্যান্ট, সর্ট স্কার্ট এই সময় সামলানোও সহজ, দেখতেও ভালো লাগে৷ ফাংকি ছাতা ব্যবহার করতে পারেন৷

বর্ষাকালে সবসময় উজ্জ্বল রঙের পোশাক পরুন। হলুদ, লাল, কমলা, সবুজ, নীল যেকোনও রঙ পরতে পারেন। খেয়াল রাখবেন রঙের শেড যেন উজ্জ্বল হয়। এড়িয়ে চলুন সাদা, কালো, ধুসর। বর্ষাকালে শাড়ি, সালওয়ার, জিনস এড়িয়ে চলুন। কাদা লেগে পোশাক তো নষ্ট হয়ই, সারাদিন ভেজা পায়ে থাকলে ঠান্ডা লাগতে বাধ্য। বরং বর্ষাকালে ছোট বা মাঝারি ঝুলের স্কার্ট, ড্রেস, হট প্যান্ট, ক্যাপ্রি বা মিড লেংথ লেগিংস পরার চেষ্টা করুন।

৫. বর্ষার জুতো

বর্ষায় একের বেশি জুতো অবশ্যই সঙ্গে রাখুন৷ কখন রাস্তায় আপনার জুতো ভিজে গিয়ে ছিঁড়ে যেতেই পারে যে কোনও সময়৷ বর্ষায় প্লাস্টিক বা নন লেদার মেটিরিয়লের জুতো পরুন।

নিওন রঙের ওয়াটারপ্রুফ ব্যাগ, রেনকোট, ছাতা এখন দারুণ রকম ফ্যাশন ট্রেন্ড। ফ্যান্সি ফ্লিপ ফ্লপ বা পিপ টো জুতো বর্ষার জন্য আদর্শ। ভিজে গেলেও অসুবিধা নেই, আবার পা ঢাকা থাকায় বর্ষার জমা জল থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনাও কম।



মন্তব্য চালু নেই