জেনে নিন, ঢাকা প্রিমিয়ার লিগে কে কোথায় থাকছে?

ঢাকা প্রিমিয়ার লিগের জমজমাট প্লেয়ার বাই চয়েস অবশেষে অনুষ্ঠিত হয়ে গেলো। এবার ক্রিকেটারদের নিজেদের ক্লাব বাছাই করার সুযোগ নেই। বাছাই করবে ক্লাবগুলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেধে দেয়া নিয়মানুযায়ী প্লেয়ার বাই চয়েজ দিয়েই আইকন এবং এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটারদের বাছাই করে নিল প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। বাছাই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি লাভবান হলো কলাবাগান এবং আবাহানী। মোহামেডানও পিছিয়ে নেই। প্লেয়ার বাই চয়েসে হাড্ডাহাড্ডি লড়াই’ই হলো বোঝা যাচ্ছে।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ‘চ্যাম্পিয়ন’ শব্দটাই যেন হয়ে গেছে মাশরাফির অপর নাম। সুতরাং, তাকে নিয়ে টানাটানি হবে এটা স্বাভাবিকই। শেষ পর্যন্ত মাশরাফিকে জিতে নিল কলাবাগান ক্রীড়া চক্র। নেতার ওপর ভর করেই হয়তো কলাবাগান এবার শিরোপা লড়াইয়ে নেমে পড়বে মাঠে। তবে অন্যদিক থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছে আবাহনী ক্রীড়া চক্রও।

ঢাকার ক্রীড়াঙ্গনে একসময়ের সবচেয়ে প্রভাবশালী ক্লাবটির জার্সি উঠবে এবার সাকিব আল হাসান এবং তামিম ইকবালের গায়েই। আইকন ক্রিকেটার হিসেবে আবাহনী এই দুই সেরা ক্রিকেটারকেই নিজেদের দলে নিয়ে নিতে পারলো। যদিও আইপিএল খেলার কারণে সাকিবকে পুরো লিগে পাবে না আবাহনী। তবে, শেষ মুহূর্তে এসেও যেন কয়েকটি ম্যাচ খেলতে পারেন, এ কারণেই সাকিবকে দলে টেনে নিল আকাশী-হলুদ শিবির।

ঢাকার আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানও এবার চ্যাম্পিয়ন লড়াই দেবে সম্ভবত। কারণ, তারা আইকন হিসেবে শুরুতে জিতে নিয়েছে মুশফিককে। শুধু টেস্ট অধিনায়ককে দলভূক্ত করেই নয়, ‘এ প্লাস’ ক্যাটাগরি থেকে তরুণ পেস বিস্ময় মুস্তাফিজুর রহমানকেও দলভূক্ত করে নিতে পেরেছে তারা। যদিও আইপিএল খেলার কারণে লিগের অধিকাংশ ম্যাচে মুস্তাফিজকে না পাওয়ার সম্ভাবনা প্রবল।

আইকন ক্রিকেটারদের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদও ছিলেন লোভনীয় ক্রিকেটার। তাকে দলভূক্ত করতে পেরেছে ঢাকার ক্রীড়াঙ্গনে বর্তমান সময়ের প্রভাবশালী শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। সাব্বির রহমানকে নিতে পেরেছে প্রাইম ব্যাংক। আরেক আইকন ক্রিকেটার ইমরুল কায়েসকে কিনতে পেরেছে ব্রাদার্স ইউনিয়ন।

‘এ প্লাস’ ক্যাটাগরির ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজই ছিলেন সবার পছন্দের। শেষ পর্যন্ত তাকে নিতে পেরেছে মোহামেডানই। সৌম্য সরকারকে নিতে পেরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মুমিনুল হককে নিয়েছে ভিক্টোরিয়া ক্রীড়াচক্র। মোহাম্মদ মিঠুন আলিকে কিনেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। নাসির হোসেনকে কিনেছে প্রাইম ধোলেশ্বর এবং এনামুল হক বিজয়কে কিনেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।



মন্তব্য চালু নেই