জেনে নিন গোসলের পর ত্বকের শুষ্কতা কীভাবে দূর করবেন

গোসলের পর কারো কারো ত্বক শুষ্ক হয়ে যায়। তবে যাদের শরীর অতিরিক্ত শুষ্ক, তাদের এ সমস্যা বেশি দেখা দেয়। এতে করে ত্বক কুঁচকে যায় এবং চামড়া ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। সুতরাং বিষয়টি নিয়ে অবহেলার কোন অবকাশ নেই। গোসলের পর ত্বকের শুষ্কতা কীভাবে দূর করবেন, সে বিষয়ে নীচে আলোকপাত করা হলো।

প্রথমত গোসলের সময় যতটা পারুন, গরম পানি এড়িয়ে চলুন। কারণ গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল নিঃসরণ বন্ধ করে দেয়। ফলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়।গোসলের আগে একটি প্যাক ব্যাবহার করতে পারেন। তা হলো টক দইয়ের সঙ্গে মধু। এই মিশ্রণটি পুরো শরীরে লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। এর পর গোসল করে ফেলুন। টানা তিন সপ্তাহ এই প্যাক ব্যবহার করুন। দেখবেন, ত্বকের শুষ্কতা একেবারেই দূর হয়ে যাবে।

গোসলের পানির মধ্যে কয়েক ফোঁটা অলিভ অয়েল অথবা আমন্ড অয়েল মিশিয়ে নিন। এতে ত্বক শুষ্ক হবে না।গোসলের পর বেশি করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ভেজা শরীরে ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক নরম থাকে।



মন্তব্য চালু নেই