জেনে নিন, কি কারণে আপনাকে অন্যরা ঘৃণা করে

একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না। আজ আপনাকে কেউ ভালো বলছে তো কাল আরেক জন আপনাকে ঘৃণা করছেন। এটা মেনেই নিতে হচ্ছে। আবার কোন কোন ক্ষেত্রে আপনি শুধু ঘৃণার পাত্রই হচ্ছেন। তাহলে কেন হচ্ছেন এমন? কি কি করণ থাকতে পারে এর পিছনে? তাহলে জেনে নিন, যে ১০টি কারণে একজন মানুষ আপনাকে ঘৃণা করতে পারে।

১। আসালে তারা আপনার মতো নয়। আপনার মতো হতে চান। অবাক লাগলেও এটা সত্যি।

২। আপনাকে ঘৃণা করে তাঁরা নিজেদেরকে বড় ভাবতে পারেন। নিজেকে বড় ভাবার অন্য কোনও উপায় নেই তাদের।

৩। আপনার সঙ্গে তুলনা করলেই তাঁদের নিজের জীবনের ব্যর্থতা স্পষ্ট হয়ে যায়। যদিও সে ব্যর্থতার দায় আপনার নয়।

৪। তারা মনে করেন আপনার জীবন তাদের চাইতে ভাল। আপনার সামাজিক জনপ্রিয়তায় তারা ঈর্ষান্বিত।

৫। তারা হীনমন্যতা ও নিরাপত্তাহীনতায় ভোগে। ভাবে আপনি তাদের চেয়ে সেরা হয়ে যাবেন।

৬। আপনাকে দেখে হয়তো এমন কারও কথা মনে পড়ে যায়, যাদের কারণে তাঁরা খুব কষ্ট পেয়েছিলেন।

৭। যারা ঘৃণা করেন তাদের মনে হয়, আপনি জীবনে যা যা পেয়েছেন সেগুলির যোগ্য আপনি নন।

৮। কোনও মানুষ যখন কোনও কাজে নিজে ব্যর্থ হয়, তখন সেই একই কাজে সফলকে ঘৃণা করে।

৯। আপনি হয়তো জীবনে এমন কিছু অর্জন করেছেন যা তারা অর্জন করতে চেয়েছিলেন।

১০। নিজের দোষ ঢাকার জন্য আপনাকে ঘৃণা করেন তারা।



মন্তব্য চালু নেই