জেএমবির সাবেক আমীরের বিচার শুরু

অভিযোগ গঠনের মধ্য দিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাবেক আমীর সাইদুর রহমানসহ তিনজনের বিচার শুরু হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য ১৪ মার্চ দিন ধার্য করেন।

অভিযোগ গঠনের সময় সাইদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।

এ মামলার অন্য আসামি হলেন, সাইদুর রহমানের দেহরক্ষী আব্দুল্লাহিল কাফি ও কাফির স্ত্রী আয়শা আক্তার। তবে তারা হাইকোর্ট থেকে জামিনের পর পলাতক।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ সব তথ্য জানিয়েছেন।

জেএমবির প্রধান শায়খ আব্দুর রহমানের মৃত্যুদণ্ড হওয়ার পর ২০০৬ সালের শেষের দিকে সাইদুর রহমান আমীর হন।

২০১০ সালের ২৫ মে রাজধানীর দনিয়া এলাকার একটি বাড়ি থেকে সাইদুর রহমানসহ অপর আসামিদের গ্রেফতার করা হয়।

২০১০ সালের ৭ আগস্ট গোয়েন্দা পুলিশের (ডিবি) ইন্সপেক্টর সোহরাব হোসেন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত বছরের ২৬ আগস্ট এই মামলায় সরকার অনুমোদন দেয়।

এরপর চলতি বছরের ৪ জানুয়ারি আদালত নতুন করে অভিযোগপত্র গ্রহণ করেন। মামলাটিতে মোট ২১ জনকে সাক্ষী করা হয়েছে।



মন্তব্য চালু নেই