জেএমবির নারী প্রশিক্ষকসহ আটক ৫, অস্ত্র উদ্ধার

জেএমবির নারী শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের জেএমবির ভারপ্রাপ্ত কমান্ডার রাশেদুজ্জামান রোজসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

আটককৃত অন্যরা হলেন- জেএমবি সদস্য শাহাবুদ্দিন, ‘আহলে হাদিসের’ নেতা আবদুল হাই, ফিরুজ ও সাইদুল।

র‌্যাবের-১ উপ-অধিনায়ক মেজর আজম জানান, মঙ্গলবার রাত ১২টায় গাজীপুরের টঙ্গী ও বুধবার ভোর ৫টায় মহানগরীর হাজীরপুকুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুইটি পিস্তল, দু্ইটি ম্যাগজিন, আট রাউন্ড গুলি, তিনটি ককটেল, বিপুল পরিমাণ গানপাউডার জিহাদি বই, ১৬টি ধারালো ছুরি ও ২টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

2888_23086_1472007025

তিনি বলেন, টঙ্গীর স্টেশন রোড এলাকায় রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে দক্ষিণাঞ্চলের জেএমবির ভারপ্রাপ্ত কমান্ডার রাশেদুজ্জামান রোজ, জেএমবি সদস্য শাহাবুদ্দিন ও আহালে হাদিসের নেতা আবদুল হাইকে আটক করা হয়।

বুধবার ভোর ৫টার দিকে গাজীপুর মহানগরীর হাজীরপুবুর বাসস্ট্যান্ড এলাকা থেকে দুইটি ইলেকট্রনিক্স ও স্টেশনারি দোকানে অভিযান চালিয়ে ফিরুজ ও সাইদুলকে আটক করা হয়।

তাদের র‌্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মেজর আজম।



মন্তব্য চালু নেই