জুয়েলারি পরিষ্কার করার সবচেয়ে সহজ কৌশল!

বছরের শেষ সময় চলে এসেছে। এ সময় বিয়ের হিড়িক পড়ে যায়। নিত্যদিন নতুন নতুন উৎসব ও পার্টির আয়োজন এসময় লেগে থাকে। তাই, এসময় নারীরা নিজেদের ভারী জুয়েলারি পরিধানে ব্যস্ত থাকে।

তবে অবশ্যই আপনার পুরানো ও নতুন জুয়েলারির পরিষ্কারের প্রতি যত্নবান হন। এখানে কিছু উপায় দেয়া হল, যাতে আপনার জুয়েলারি সবসময় নতুন ও আকর্ষণীয় দেখাবে।

# পাতলা ও নরম কাপড়ের সাথে সাবান লাগিয়ে পানি দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করুন।

# ব্যবহার করার পর শুঁকনো ও পরিষ্কার করে সংরক্ষিত স্থানে রেখে দিন।

# জুয়েলারিতে বিভিন্ন ধরণের পাথর ব্যবহার করা হয়। তাই একসাথে সকল জুয়েলারি কোন বাক্সতে রাখবেন না। প্রতিটি জুয়েলারি আলাদা আলাদা বাক্সে সংরক্ষন করুন।

# জুয়েলারি কখনও পারফিউম, ক্রিম ও অন্যান্য কেমিক্যালের পাশে রাখবেন না।

# জুয়েলারি পরিধান করা অবস্থায় পানিতে ভেজাবেন না। জুয়েলারিতে পানি না লাগাই ভাল। কারণ এর ফলে রংয়ের পরিবর্তন হয়ে যেতে পারে।

# ডায়মন্ড পরিষ্কারের জন্য ভদকা ব্যবহার করুন।

# রূপার জিনিস পরিষ্কারের জন্য ওয়াশিং পাউডার ব্যবহার করতে পারেন। এছাড়াও গরম পানিতে বেকিং সোডা সেদ্ধ করে সেই পানি দিয়ে ধুয়ে নিতে পারেন।

# কোণায় পরিষ্কারের জন্য টুথপেস্ট ব্যবহার করুন।–সূত্র: টাইম্‌স অফ ইন্ডিয়া।



মন্তব্য চালু নেই