জুয়ার টাকা শোধ করতে সন্তান বিক্রির চেষ্টা, অতঃপর…

জুয়ার দেনা পরিশোধের জন্য নিজের তিন মাসের কন্যাশিশুকে বিক্রি চেষ্টার সময় ইসরায়েলে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সী ওই ব্যক্তি জুয়া খেলতে গিয়ে ইসরায়েলি মুদ্রায় এক লাখ শেকেল ( ১৮ হাজার পাউন্ড) ঋণ করেছিল। ওই ব্যক্তি বেশ কয়েকবার তার শিশু সন্তানকে বিক্রির চেষ্টা করেছিল। গোয়েন্দা পুলিশের এক সদস্য তার কাছ থেকে শিশুটিকে কিনতে গিয়েছিল। শিশুটিকে ক্রেতারুপী ওই গোয়েন্দার কাছে হস্তান্তরের সময় পুলিশ তাকে আটক করে। এ ঘটনার পর ওই শিশুটির ২৭ বছর বয়সী মাকেও আটক করেছে পুলিশ। শিশুবিক্রিতে তার ভূমিকা কী ছিল তা এখনও পরিষ্কার নয় পুলিশের কাছে। বৃহস্পতিবার শিশুটির বাবাকে সাতদিনের আটকাদেশের নির্দেশ দিয়েছে জেরুজালেমের ম্যাজিস্ট্রেট আদালত। আর ওই শিশুটিকে নগর কল্যাণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য চালু নেই