জুলহাস ও মাহবুবের জখমের চিহ্ন অভিজিতদের মতো

রাজধানীর কলাবাগানে দুর্বৃত্তদের হামলায় নিহত জুলহাস মান্নান ও মাহবুব তনয় এর শরীরে জখমের চিহ্ন ব্লগার অভিজিৎ রায়সহ খুন হওয়া অন্যান্য ব্লগারদের মতোই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ এ তথ্য জানিয়েছেন। এর আগে মঙ্গলবার সকাল সোয়া ১১টায় দুজনের ময়না তদন্ত শেষ হয়।

সোহেল মাহমুদ জানান, তাদের মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে জখমের চিহ্ন পাওয়া গেছে। জুলহাসের বাম হাতের তালু ও বৃদ্ধাঙ্গুলের জখম দেখে বোঝা যাচ্ছে যে সে বাধা দেয়ার চেষ্টা করেছিল।

তিনি আরো জানান, খুনিরা প্রশিক্ষিত। মৃত্যু নিশ্চিত করতেই তারা এসেছিল। যেসব স্থানে তারা আঘাত করেছে, অভিজিৎ রায়সহ নিহত অন্যান্য ব্লগারদের শরীরেও একই স্থানে জখমের চিহ্ন ছিল।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের একটি বাড়িতে ঢুকে ইউএসএইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটরকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ ও নিহতের ভাই ইমন পৃথক দুটি মামলা করেছেন। এছাড়া সোমবার রাতেই আনোয়ার হোসেন লিঙ্কন নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ।



মন্তব্য চালু নেই