সন্দেহভাজন আইএস সদস্য গ্রেফতার

‘জুনুদ আল তাওহীদ ওয়াল খিলাফাহ— নতুন সংগঠন’

ইসলামিক স্টেটের (আইএস) আদলে বাংলাদেশে জুনুদ আল তাওহীদ ওয়াল খিলাফাহ নামের একটি সশস্ত্র জঙ্গি সংগঠনের অস্তিত্ব খুঁজে পাওয়ার দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আব্দুল্লাহ আল গালীব নামে যুবককে গ্রেফতার করার পর রবিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ দাবি করে গোয়েন্দা পুলিশ।

এর আগে শনিবার রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার বারিধারা ডিওএইচএস নিজ বাড়িতে থেকে সন্দেহভাজন আইএস সদস্য হিসেবে গালীবকে গ্রেফতার করে পুলিশ। তার বাবা একজন অবসরপ্রাপ্ত মেজর। ইংরেজি মাধ্যমে ‘ও’ ও ‘এ’ লেভেল পাস করার পর গালীব এখন আতর ব্যবসায়ী।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম জানান, গ্রেফতার গালীব জুনুদ আল তাওহীদ অল খিলাফাহ নামের সশস্ত্র জঙ্গি সংগঠনের প্রধান বলে তিনি জানিয়েছেন। তার এই সংগঠনে বর্তমানে ২০ জন সদস্য রয়েছেন। তাদেরকে তিনি প্রশিক্ষণ দেন।

পুলিশের ওই কর্মকর্তা জানান, গালীব এর আগে হিযবুত তাহরির সদস্য ছিলেন। বর্তমানে আনসারুল্লাহ বাংলা টিমের সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশে খিলাফাত প্রতিষ্ঠার জন্য সশস্ত্র এই জঙ্গি সংগঠন গড়ে তুলেছেন গালীব।



মন্তব্য চালু নেই