জিয়ার ক্ষতিগ্রস্ত সমাধি মেরামত

প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের সমাধি মেরামত করেছে গণপূর্ত বিভাগ। বৃহস্পতিবার দুপুরে গণপূর্ত বিভাগের একজন কর্মচারী ও সমাধির তত্ত্বাবধায়ক গাম জাতীয় আঠা দিয়ে নতুন করে মার্বেল পাথর বসান।

বুধবার রাতে কে বা কারা ওই সমাধির মূল বেদির চারদিকে পাশের সৌন্দর্যবর্ধক বেদির কয়েকটি মার্বেল পাথর তুলে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকারের উপস্থিতিতে গণপূর্ত বিভাগের কর্মচারী তুহিন ও সমাধিস্থলের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান পুনরায় মার্বেল পাথর বসান।

এ ঘটনার বিষয়ে উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, সমাধি বেদির মার্বেল পাথর তুলে ফেলার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এখন থেকে সমাধি এলাকার নিরাপত্তা জোরদার করা হবে।



মন্তব্য চালু নেই