জিয়াউর রহমানের সমাধি ভাঙচুর

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রাজধানীর শেরেবাংলা নগর অবস্থিত সমাধিতে বুধবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে এ ভাঙচুরের ঘটনা ঘটে। তবে কে বা কারা সমাধি ভাঙচুর করেছে তা জানা যায়নি। জানা গেছে, জিয়াউর রহমানের মূল সমাধির ১১ থেকে ১২টি মার্বেল পাথর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা জিয়াউর রহমানের মাজার ভাঙচুর করে। সকালে গিয়ে দেখা যায়, মাজারের মার্বেল পাথর ভেঙে নিচে ফেলে রাখা হয়। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। তিনি আরো জানান, ভাঙচুরের খবর পাওয়ার পর বিএনপির নেতারা সমাধিস্থলে যান।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে নিহত হন জিয়াউর রহমান। এরপর তার লাশ চন্দ্রিমা উদ্যানে সমাহিত করা হয়। ২০০২ সালের ডিসেম্বরে এই উদ্যানে জিয়ার সমাধি কমপ্লেক্স নির্মাণ করা হয়।



মন্তব্য চালু নেই