জিহাদে যাবার আগেই সিরাজগঞ্জে জেএমবির ৩ সদস্য আটক

সিরাজুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : জিহাদে যাবার আগেই সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার জেএমবির সক্রিয় ৩ সদস্যকে আটক করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার লাহেড়ী মোহনপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ২৪টি জেহাদী বই উদ্ধার করা হয়েছে।

আটককৃত জেএমবির সদস্যরা হলেন: উল্লাপাড়া উপজেলার লাহেড়ী মোহনপুর ইউনিয়নের চাকশা দক্ষীন পাড়া এলাকার মৃত আবু বক্করের ছেলে ইসরাফিল (২৪), চরমোহনপুর পশ্চিম পাড়ার হাজী আনোয়ার হোসেনের ছেলে রুহুল আমীন (৩২) ও চর মোহনপুর উত্তরপাড়ার পর্বত আলীর ছেলে আলমাস (৩০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান জানান, আটক জেএমবির সদস্যরা জেএমবির শীর্ষ নেতা সামিউল ওরফে রবিন ওরফে তালহার মাধ্যমে জেএমবিতে যোগদান করেন।

তারা মাঠ পর্যায়ে জেএমবির সদস্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছিলো। হাইকমান্ডের নির্দেশে তারা জিহাদে যাবার জন্য প্রস্তুতি গ্রহন করছিলো। এমন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



মন্তব্য চালু নেই