জিতের এক, শাকিবের তিন

আসন্ন ঈদে এখন পর্যন্ত চারটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর মধ্যে শাকিব খানের তিনটি ছবি, আর কালকাতার নায়ক জিতের একটি।

শাকিব খানের ছবিগুলো হলো শামিম আহমেদ রনি পরিচালিত ‘রানা পাগলা’। এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন তিশা, আঁচল ও পড়শী। শাকিব খান অভিনীত আরেকটি ছবি ‘শিকারি’, এটি যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। জয়দেব পরিচালিত এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী। শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ছবি ‘সম্রাট’ও মুক্তি পাচ্ছে এবারের ঈদে। কিছুদিন আগেই ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

অন্যদিকে, কলকাতার নায়ক জিৎ অভিনীত ‘বাদশা’ ছবিটিও বাংলাদেশে মুক্তি পাচ্ছে ঈদ উপলক্ষে। যৌথ প্রযোজনার এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া।

ঈদে একসঙ্গে তিনটি ছবি মুক্তির বিষয়ে শাকিব খান বলেন, ‘এর আগেও আমার একাধিক ছবি ঈদে একসঙ্গে মুক্তি পেয়েছে। তখনো সব ছবিই ভালো ব্যবসা করেছে। এবার আমার তিনটি ছবির মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং সব ছবিই বিগ বাজেটের। আমার মনে হয় এ ধরনের ছবি ঈদে মুক্তি পেলে আবারও হলে দর্শক ফিরবে।’

শাকিব আরো যোগ করেন, ‘দর্শকদের একটা ধারণা তৈরি হয়েছে যে আমাদের দেশের ছবির মান ভালো নয়। আমার মনে হয় এই ধারণা এবার ঈদে ভেঙ্গে যাবে। কারণ ঈদের সব কয়টি ছবির গল্প, মেকিং, বা কোয়ালিটি নিয়ে আমি অভিনেতা হিসেবে সন্তুষ্ট। আশা করি দর্শকও সন্তুষ্ট হবেন।’

একসঙ্গে বড় বাজেটের কয়েকটি ছবি মুক্তি পেলে দর্শক দ্বিধায় পড়ে যাবে কি না তা নিয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন বলেন, ‘বড় বাজেটের বেশি ছবি মুক্তি পেলে তেমন কোনো সমস্যা নেই। এতে করে ছবির বাজার বড় হবে। এখন নজর দিতে হবে মার্কেটিং নিয়ে। আমার কাছে মনে হয় হুট করেই ছবি মুক্তি পেয়ে যায়, কেউ বলতেই পারে না যে ছবিটি মুক্তি পাচ্ছে। অথচ আগে একটি ছবি মুক্তি পাওয়ার আগে দেশের কৃষকরাও জানত নতুন একটি ছবি আসছে।’

মিয়া আলাউদ্দিন মনে করেন, ছবি মুক্তি দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্টদের মধ্যে একটি সমন্বয় করে নিলে সবাই উপকৃত হবেন।



মন্তব্য চালু নেই