জিততে হলে বাংলাদেশের কী প্রয়োজন?

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বেশ কয়েকটি বিতর্কের মধ্য দিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০২ রান করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩৩ রানের মাথায় তামিম ইকবাল সাজঘরে ফেরেন। এরপর রানআউটে কাটা পড়েন ইমরুল কায়েস। দলের স্কোর তখন ৩৩! বড় দুর্ভাগাই বলতে হবে কায়েসকে। বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে অনেকটাই ব্যর্থ তিনি। তারপরও বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখে। ৩০৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে বাংলাদেশের কী প্রয়োজন?

ক্রিকেটে বল ও রানের হিসাব-নিকাশ করে কিছুটা অনুমান করা সম্ভব। প্রথম কথা, দলের জয়ের জন্য বড় জুটি গড়তে হবে। লম্বা ইনিংস খেলতে হবে ফর্মে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানকে। শেষ দিকে এসে সাব্বির রহমান রুম্মন ও নাসির হোসেনকে ক্রিজে টিকে থেকে শট খেলতে হবে। প্রয়োজন হলে হাত খুলে মারতে হবে, আবার প্রয়োজনে দেখে খেলতে হবে।



মন্তব্য চালু নেই