জাহাজ মালিকদের ধর্মঘট অব্যাহত

দুই দফা বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়ায় চট্টগ্রামে জাহাজ মালিকদের ডাকা ধর্মঘট অব্যাহত রয়েছে।

ধর্মঘট নিয়ে শনিবার চট্টগ্রামে এবং রোববার ঢাকায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকগুলোতে ধর্মঘটের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় সোমবারও ধর্মঘট অব্যাহত রয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বিভিন্ন পণ্যবাহী জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। পণ্য খালাসের অপেক্ষায় বহির্নোঙ্গরে অপেক্ষমান রয়েছে ৬৭টি মাদার ভেসেল।

বাংলাদেশ কার্গো ভেসেল অনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম বলেন, দুই দফা বৈঠকে কোন সমাধান হয়নি। আমরা সমস্যার কথা চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এবং নৌমন্ত্রীকে অবহিত করেছি। ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত, শ্রমিক ধর্মঘট প্রত্যাহারের পর অতিরিক্ত মজুরি চাপিয়ে দেওয়ার কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার জাহাজ না চালানোর ঘোষণা দেয় বাংলাদেশ কার্গো ভেসেল অনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। ফলে চট্টগ্রাম বহির্নোঙ্গরে ১১ দিন ধরে পণ্য লাইটারিং বন্ধ রয়েছে।



মন্তব্য চালু নেই