জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সাত দিনব্যাপী বই মেলা

টিপু সুলতান (রবিন), সাভার: দেশের সাংস্কৃতিক তীর্থস্থান সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সাত দিনব্যাপী বই মেলা, সেমিনার ও সংগীত সন্ধ্যা।বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এমেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের রচিত গ্রন্থের প্রকাশনা উৎসব উপলক্ষ্যে ২০১৪ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে বই মেলার আয়োজন করে আসছে বাংলা সংসদ। প্রথমে ছোট আকারে শুরু হলেও বছর বছর বইমেলার কলেবর বাড়ছে বলে জানালেন মেলার আয়োজক অধ্যাপক আবু দায়েন, সভাপতি বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

pic-1

আঞ্চলিক ও প্রাতিষ্ঠানিকভাবে আয়োজিত এধরনের মেলা মানুষের নান্দনিক উৎকর্ষতাকে বের করে আনতে সহায়তা করবে বলে মনে করেন কবি খালেদ হুসাইন।

প্রতিবছর ২১শে বইমেলায় যাওয়া হয়ে উঠেনা অনেকের,আনেকের আবার যাবার ইচ্ছে থাকলেও যানজটও সময় সল্পতার কারনে যাওয়া হয়না।তাই জাহাঙ্গীরনগরে এমন বইমেলা আয়োজন করার কারনে সহজেই আশেপাশের লোকজন আসতে পারছে এই বই মেলাতে।

বিশ্ববিদ্যালয়ে এধরনের বই মেলার আয়োজনে খুশী এখানকার শিক্ষার্থীসহ স্থানীয়রাও।

বইমেলার আকর্ষনকে বাড়িয়ে দিতে প্রতিদিন কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যার।



মন্তব্য চালু নেই