জামিনে মুক্তি পেলেন শওকত মাহমুদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৪টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর শওকত মাহমুদ তার বাসার উদ্দেশে রওনা করেছেন। রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত বছরের ১৮ সেপ্টেম্বর নাশকতার মামলায় শওকত মাহমুদকে গ্রেফতার করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে দফায় দফায় তাকে রিমান্ডে নেয়া হয়। এ পর্যন্ত তাকে মোট ২০টি মামলায় গ্রেফতার দেখানো হয়।

শওকত মাহমুদের আইনজীবী এজেডএম মোর্শেদ আল মামুন লিটন জানান, মোট ৩৬টি মামলায় সুপ্রিমকোর্ট থেকে জামিন পান তিনি।



মন্তব্য চালু নেই