জামায়াতের হরতালে সাড়া নেই

ট্রাইব্যুনালের পর আপিল বিভাগেও মানবতাবিরোধী অপরাধী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল থাকার প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল চলছে। তবে জামায়াতের সকাল-সন্ধ্যা এ হরতালে রাজধানীতে কোনো সাড়া নেই। বুধবার সকাল থেকে গণপরিবহনসহ সব ধরণের যানবাহন চলছে স্বাভাবিকভাবেই।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যার হরতালে যে কোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও সতর্কতামূলক অবস্থায় টহল দিচ্ছে।

রাজধানী ঘুরে দেখা গেছে, মিরপুর, কল্যাণপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, যাত্রাবাড়ী, পল্টন, বায়তুল মোকাররম, মতিঝিল, কলাবাগান, সাইন্স ল্যাব, গাবতলীসহ বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে পুলিশের বিপুল সংখ্যক সদস্যদের মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য ও এলিট ফোর্স র‌্যাব নিয়োজিত রয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার(ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, জামায়াতের হরতালে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। তেজগাঁও এলাকাসহ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

ডিএমপি’র মতিঝিলের বিভাগের খিলগাঁও জোনের এএসপি ইকবাল বলেন, “যান চলাচল স্বাভাবিক রাখা ও যে কোনো ধরনের নাশকতা রোধে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে কোথায় এখন পর্যন্ত নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) কাইয়ুমউজ্জামান বলেন, রায়ের বিরুদ্ধে ও জনভোগান্তির জন্য ডাকা এ হরতালে মানুষের সাড়া মেলেনি। মিরপুর এলাকায় স্বাভাবিক গতিতে সবই চলছে।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের এডিসি এসএম জাহাঙ্গীর হোসেন সরকার বলেন, হরতালে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিপুল সংখ্যক পুলিশ নিয়োজিত রয়েছে পাশাপাশি রিজার্ভেও রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর কিছু ঘটলেই সেখানে তড়িৎ গতিতে পৌঁছে যাবে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, নাশকতাকারীদের তৎপরতা রোধে সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব। রাজধানীসহ সারাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জন নিরাপত্তা সংশ্লিষ্ট পয়েন্টে প্রয়োজনীয় সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে। নিয়মিত টহলসহ চেকপোষ্ট বসানো হয়েছে। এছাড়াও সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা টিম কাজ করছে।

বুধবার সকাল থেকেই দূরপাল্লার যানবাহন চলাচল করছে বলে জানিয়েছেন গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালের শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ। তিনি বলেন, সকাল থেকেই বিভিন্ন রুটে যান চলাচল করছে, কোনো সমস্যা হয়নি।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার জামায়াত নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখে চূড়ান্ত রায় ঘোষণা করে আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে বুধবার দেশব্যাপী সকাল সন্ধ্যার হরতাল আহ্বান করেন।



মন্তব্য চালু নেই