জামায়াতের হতরাল আদালতের বিরুদ্ধে : হাছান মাহমুদ

আদালত যে রায় দিয়েছে তার প্রতিবাদে হরতাল ডাকা মানে আদালতের বিরুদ্ধে হরতাল ডাকা। আর তা রাষ্ট্রদ্রোহীতার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের আয়োজনে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি ও হরতাল বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত-শিবির হরতাল ডেকে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এমন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘যদি আবার সাধারণ মানুষের উপর হামলা হয়, স্বাধীনতাকে বিনষ্ট করার চেষ্টা করা হয় তাহলে আমরা তা কঠোর হাতে দমন করবো।’

তিনি বলেন, ‘আদালতের বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের ডাকা হরতালে বিএনপি নীরব ভূমিকা পালন করছে। আর এই নিরবতা মানে বিএনপিও এই হরতালে সমর্থন দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাধারণ জনগণ উচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তাই আদালত বিরোধী এই হরতাল সারাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। তাই হরতালেও জনজীবন স্বাভাবিক আছে, রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে।’

আয়োজক সংগঠনের কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার সোহরাব হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক হাসিবুর রহমান মানিক, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সম্পাদক জিন্নাহ খান, আমিনুল ইসলাম, উপ-কমিটির সাংগঠনিক সম্পাদক এমএ করিম, শিক্ষক পরিষদের সদস্য সচিব সাজেদুর রহমান সাজু প্রমুখ।



মন্তব্য চালু নেই