জামালপুরের উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জামালপুরের উদ্দেশে রওনা দিয়েছেন। শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর গুলশান দুই নম্বর সেক্টরের ৭৯ নম্বর সড়কের বাসা থেকে তাকে বহনকারী গাড়িবহর রওনা দেয়।

দলীয় সূত্রে জানা যায়, খালেদা জিয়ার গাড়ি বহর টঙ্গী, গাজীপুর চৌরাস্তা মোড়, কালিয়াকৈর, মির্জাপুর হয়ে রাত ৮টা নাগাদ টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সংলগ্ন যমুনা রিসোর্টে পৌঁছাবে। সেখানেই শুক্রবার রাতে অবস্থান করবেন তিনি।

শনিবার সকাল ১১টায় যমুনা রিসোর্ট থেকে জামালপুরের উদ্দেশে ফের রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন। এদিন তিনি টাঙ্গাইলের এলেঙ্গা, কালিহাতী, ঘাটাইল, মধুপুর ও ধনবাড়ী হয়ে জামালপুর সার্কিট হাউজে পৌঁছাবেন।

পরে বিকাল ৩টায় জামালপুর জেলা স্কুল মাঠে স্থানীয় ২০ দলীয় জোটি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন খালেদা জিয়া।

বিএনপির প্রেস উইং সূত্রে জানা যায়, খালেদা জিয়ার গাড়ি বহরে রয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, সদস্য সচিব হাবীব উন নবী খান সোহেল, খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবীবুর রশিদ হাবিব প্রমুখ।



মন্তব্য চালু নেই