জাবি শিক্ষার্থী সাগরের গৌরবময় অর্জন

শাহিনুর রহমান শাহিন, জাবি প্রতিনিধি: ৫ম বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় সাতারু গেমস প্রতিযোগিতায় ২৫:২০সে: সময় নিয়ে দ্রুতম জলমানব হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মোঃ মাহফিজুর রহমান সাগর (৪০তম ব্যাচ)।

এছাড়াও ৫০মিঃ ফ্রি স্টাইলসহ ১০০মিঃ ব্যাক স্ট্রোক ও ৪০০মি: ফ্রি স্টাইলেও স্বর্ণ পদক জয় করেন কৃতি শিক্ষার্থী সাগর। গত তিন দিন মোট ১২ টি ইভেন্টে অংশগ্রহন করে প্রতিটি ইভেন্টেই স্বর্ণ পদক জয় করে নতুন ইতিহাস গড়ে জাবিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাগর। তার এ জয়ে জাবি পরিবারের সকল শিক্ষক-শিক্ষার্থী আনন্দিত ও গর্বিত।

এ বিষয়ে জাবির শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক সিফাতুল্লাহ জানান, আন্ত:বিশ্ববিদ্যালয় গেমসে সাঁতারের ১২টি ইভেন্টে অংশ নিয়ে সবকটিতেই স্বর্ণপদক জয় করার গৌরব অর্জন করেছে সাগর।
এই অনন্য কীর্তিতে সাগরকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

উল্লেখ্য, গত ২৮ মার্চ আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার আয়োজনে ৫ম আন্তঃবিশ্ববিদ্যালয় গেমস প্রতিযোগিতা শুরু হয়।



মন্তব্য চালু নেই