জাবি ফটোগ্রাফি সোসাইটির ৪ দিনব্যাপী ছবি প্রদর্শনী

শাহাদত হোসাইন স্বাধীন, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিকস সোসাইটি(জেইউপিএস) স্টেপ আউট নামে ৪ দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ছবি প্রদর্শনীর আয়োজন করেছে।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

জেইউপিএস সাধারণ সম্পাদক মো. রাশিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ।

এতে উল্লেখ করা হয় প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য আগামী ২৯ আগস্ট রাত ১২ টার মধ্যে ছবি জমা দিতে হবে।জমাকৃত ছবিগুলো যাচাই করা হবে ৩১ আগস্ট। বিচারকগণ হলেন কুদরত-ই-খোদা, শাহাদাত পারভেজ, লতিফ হোসাইন।

প্রোট্রেট, ন্যাচার, ল্যান্ডস্কেপ ও ওয়াল্ডলাইফ, লাইফস্টাইল, স্ট্রীট, আর্কিটেকচারাল, বিমূর্ত ক্যাটাগরিতের একক ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া ফটো স্টোরিও জমা দেওয়া যাবে।

আসন্ন প্রদর্শনী সম্পর্কে মো. রাশিদুল ইসলাম বলেন, ‘জেইউপিএস এবার অনেক বড় পরিসরে আসছে। আশা করছি, এই প্রদর্শনীটি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফারদের মাঝে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে এবং সুসম্পর্ক বৃদ্ধি পাবে।’



মন্তব্য চালু নেই